বিজিবির হাতে ৬টি স্বর্ণের বারসহ উখিয়ার আবছার আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

উখিয়ার মরিচ্যার বিজিবি চেকপোস্টে ৯৯৬.৩২ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

রোববার (১ আগষ্ট) বিকালে মরিচ্যা চেকপোস্টে নিয়মিত তল্লাশীকালে তাকে আটক করা হয়।

আটক যুবক উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার মোহাম্মদ হোসনের ছেলে আবছার (১৯)।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক ইব্রাহীম ফারুক কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি গাড়ি তল্লাশি করা হলে তার কোমরে প্যান্টের ভিতরে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক ষাট লক্ষ টাকা।

তিনি আরও বলেন,  আটক আবছারকে জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বারগুলো ৩৬ লক্ষ টাকার বিনিময়ে মায়ানমার থেকে ক্রয় করে স্বর্ণের বারগুলো ঢাকা-সিলেট হয়ে ভারতে পাচার করতেন। ভারতীয় স্বর্ণ পাচারকারিরা তাকে এর বিনিময়ে তিন লক্ষ টাকা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিল।

আটক চোরাকারবারিকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আরও খবর