টেকনাফে ইয়াবা ও স্বর্ণসহ স্বামী-স্ত্রী আটক!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফ থানা পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে মাদক কারবারে জড়িত একটি বসতবাড়ী থেকে ইয়াবা,স্বর্ণ, ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এসময় উক্ত বাড়িতে থাকা মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

ধৃত দুই নারী-পুরুষ হচ্ছে, টেকনাফ সদর ইউপি দক্ষিন ডেইলপাড়া এলাকার কালু মিয়ার পুত্র মো.হোসেন(৪০) ও তার স্ত্রী হামিদা খাতুন (৩৬)।

এ অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে সদর ইউপি ডেইলপাড়া এলাকার একটি বসতবাড়ীতে মাদকের একটি চালান মজুদ রয়েছে।

সেই তথ্য অনুযায়ী,২ আগস্ট (সোমবার) ভোর রাত সাড়ে তিনটার দিকে এসআই মিল্টন খন্দকার’র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল ঐ বসতবাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে একটি মাছ ধরা জালের ভিতরে লুকিয়ে রাখা ৩২ হাজার ইয়াবা,৫ ভরি স্বর্ণ ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি উদ্ধারকৃত মালামাল গুলোর সাথে জড়িত থাকার অপরাধে বাড়ির মালিক স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

তিনি আরো বলেন, ইয়াবা,স্বর্ণসহ আটক দুই নারী-পুরুষের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।###

আরও খবর