নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার টেকনাফে’ মাদক সম্রাট একাধিক মামলার আসামি ‘হাবিব উল্লাহ বাহিনী’র প্রধান হাবিবুল্লাহ(৩২)কে ১৬ এপিবিএন পুলিশ আটক করেছে।
৩১ জুলাই দেড়টার দিকে টেকনাফের জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/২ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বর্বর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) এর অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে ১৬ এপিবিএন পুলিশের একটি টিম জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/২ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় অভিযানে যায়।
এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় টেকনাফের মাদক সম্রাট হ্নীলা ইউপি’র ৯নং ওয়ার্ডের জুম্মাপাড়ার মৃত কালা চানে’র পুত্র হাবিবুল্লাহ(৩২)কে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, আটক ব্যক্তি পেশায় ইয়াবা ব্যবসায়ী অস্ত্রাধারী সন্ত্রাসী ও হ্নীলা ইউপি’র জাদিমুড়া এলাকার স্থানীয় ও রোহিঙ্গা সন্ত্রাসীদের গডফাদার বলে ব্যাপক পরিচিত।
আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-