নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং-শামলপুর সড়কে দৈংগ্যকাটায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এক মহিলাকে আটক করেছে র্যাব-১৫ এর একটি দল। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ৮’শ পিস ইয়াবা।
শুক্রবার (৩০ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা হোয়াইক্যং-শামলুপর সড়কের দৈংগ্যকাটা এম কে বি ব্রিকস ফিন্ড সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক মহিলার নাম তাজমিন আক্তার (২৫)। তিনি হোয়াইক্যং দৈংগ্যকাটা এলাকার শাহ আলমের স্ত্রী।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-১৫ এর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী হোয়াইক্যং-শামলুপর সড়কের এম কে বি ব্রিকস ফিন্ড সংলগ্ন জনৈক ইউনুচের চা’র দোকানের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস দল সাড়ে তিনটার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মহিলা মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে তারা।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-