মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া •
যুক্তরাষ্ট্রে কক্সবাজার ইয়ং ফোরামের বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকায় বসবাসরত কক্সবাজারের শতাধিক পরিবার এতে অংশগ্রহণ করে।
রবিবার (২৫ জুলাই) আমেরিকার “জর্জ আইল্যান্ড” নামক এক চমৎকার পর্যটন স্পটে এই আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মত এবারও অত্যন্ত আনন্দ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে আনিছুর রহমান ইরফানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রখেন মোহাম্মদ মিছবাহ উদ্দিন। বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মোক্তাদির বিল্লাহ। সাংগঠনিক বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ আয়াছ, মোহাম্মদ মুহিববুল্লাহ ও নুরুল আমিন।
ক্রীড়া পরিচালনা করেন মাহফুজুর রহমান ও সাইফুর রহমান লিমন। আপ্যায়ন আয়োজনে ছিলেন হামিদ হোছাইন, সোহাস চক্রবর্তী, জিসান, লিটন, ছানা উল্লাহ, আবদুর রহিম, রফিকুল ইসলাম বাহাদুর, সিদুল সহ আরো অনেকে।
অনুষ্টানে প্রবীণ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সরোয়ার জামান চৌধুরী (সিপিএ), আবুল কালাম আজাদ, ইউছুফ হারুন, মোক্তার আহমদ, শফিউল আলম ছৌধুরী, আলী আহছান মুজাহিদ, এহতেশামুল হক শিমুল, ছৈয়দুল হক, জাহেদুল আলম, আক্তার হোছাইন, জহিরুল ইসলাম, শফিউল আজম, সমিরুল ইসলাম বাবলু, আবরার আহমদ, এডভোকেট শাহ আলম সহ আরো অনেকে। এসময় প্রবীণ অতিথিরা প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা, স্মৃতিচারণমুলক ও শিক্ষনীয় বক্তব্য পেশ করেন।
কক্সবাজার ইয়ং ফোরামের এ আনন্দ আয়োজনে খাওয়া-দাওয়া ছাড়াও স্মরণীয় ঘটনা, কৌতুক, গল্প, গান, খেলাধূলায় মেতে উঠেছে সকলে। এদিন উপস্থিতিদের মনে হচ্ছিল যেন আমেরিকায় সবুজ বাংলাদেশের একখণ্ড কক্সবাজার!
অনুষ্ঠান শেষের দিকে রেফল ড্র অনুষ্ঠিত হয়। এতে স্বর্ণের চেইন, আইফোন মোবাইল সেট, আইপ্যাড সহ ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-