গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ বীচ সংলগ্ন মেরিন ড্রাইভ পুলিশ চেক পোস্ট এলাকা থেকে বাংলা চোলাই মদসহ মো.ইউনুছ (২৫) নামে মাদক পাচারে জড়িত এক টমটম চালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
সে টেকনাফ সদর ইউপি ৬নং ওয়ার্ড ডেইলপাড়া এলাকার মো. হোসেন’র পুত্র।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার দায়িত্বরত (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ি ৩০ জুলাই(শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে এসআই রফিক’র নেতৃত্বে পুলিশের একটি দল মাদক পাচারে ব্যবহার হওয়া ব্যাটারী চালিত একটি টমটম তল্লাশী করে গ্যালেনভর্তী ১০ লিটার বাংলা চোলাই মদসহ মাদক পাচারকারী ইউনুছকে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-