বিশেষ প্রতিবেদক •
করোনাভাইরাসের তাণ্ডবে কক্সবাজার জেলায় একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। আগের দিন বুধবার ৪ জনের মৃত্যুর পর গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
শুধু ৪৮ ঘন্টাতেই ৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে পুরো জেলায় করোনায় মৃতের সংখ্যা ২৭ রোহিঙ্গাসহ ১৮৪ জন।
এদের মধ্যে ৮৬ জনই কক্সবাজার সদর ও পৌরসভার বাসিন্দা। এদিকে অতিবৃস্টি ও বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় টেস্ট কম হওয়ায় জেলায় করোনা রোগীর সংখ্যা কিছুটা কমে ২০২জন শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৯৫ জন। জেলায় আক্রান্তের হার ২২.৫২%।
২৯ জুলাই বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও সদর হাসপাতালের র্যাপিড এন্টিজেন টেস্টে তাদের করোনা শনাক্ত হয়।
বিকালে নিশ্চিত করে কক্সবাজার সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় করোনায় ২০২ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। বুধবার এ সংখ্যা ছিল ৩২৪ জন এবং মঙ্গলবার ছিল রেকর্ড ৩২৬ জন।
জেলা সিভিল সার্জন অফিস আরও জানায়,২৪ ঘন্টায় জেলায় করোনা আরও ৪ জনের মৃত্যূ হয়েছে। এদের মধ্যে দুইজন কক্সবাজার সদর ঈদগাওর, বাকী দুইজন মহেশখালী ও টেকনাফের।
তারা হলেন-কক্সবাজার ঈদগাও উপজেলার পোকখালীর আনোয়ারা বেগম(৪৫)।কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ৭ জুলাই মৃত্যূ ২৮ জুলাই।
কক্সবাজার ঈদগাও উপজেলার সদরের মাজেদা খাতুন(৬২)।কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ২৪ জুলাই মৃত্যূ ২৮ জুলাই।
টেকনাফ উপজেলার আমান উল্লাহ(৪৯)।কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ১১ জুলাই মৃত্যূ ২৮ জুলাই। এবং
মহেশখালী উপজেলার আমেনা খাতুন(৬০)। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ২৬ জুলাই মৃত্যূ ২৮ জুলাই।
এর আগের দিন(২৮ জুলাই) মৃত্যূ হয় আরও ৪ জনের। তারা হলেন- (১)চকরিয়া উপজেলার চিরিংগার রধু দে(৬৫)। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ২৭ জুলাই মৃত্যূ ২৬ জুলাই।(২) কক্সবাজার পৌরসভার নতুন ফিসারীঘাটের হাসিনা বেগম(৭০)। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ২৩ জুলাই মৃত্যূ ২৭ জুলাই।(৩) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের বাবুল চন্দ্র বড়ুয়া(৭৯)। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ১৬ জুলাই মৃত্যূ ২৭ জুলাই। এবং (৪) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির নুরুল হুদা(৬৬)। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ১৮ জুলাই মৃত্যূ ২৬ জুলাই।
সিভিল সার্জন অফিস আরও জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০২ জন। তন্মধ্যে সদর উপজেলা ও পৌরসভার ৬১ জন,উখিয়া উপজেলায় ৪৬ জন,টেকনাফ উপজেলায় ৩৮ জন,রামু উপজেলায় ৫ জন,পেকুয়া উপজেলায় ১২ জন,মহেশখালি উপজেলায় ১২ জন,চকরিয়া উপজেলায় ২২ জন,কুতুবদিয়া উপজেলায় ৬ জন।
এছাড়া জেলায় ২৪ ঘন্টায় ২৪৯টি র্যাপিড এন্টিজেন টেস্টে ৭৮জন পজিটিভ হয়েছেন।এর মধ্যে সদরে ২৬ জন,উখিয়ায় ১৫ জন,টেকনাফে ৯ জন,চকরিয়ায় ৫ জন,রামুতে ৫ জন,পেকুয়ায় ৩ জন,মহেশখালিতে ৭ জন,কুতুবদিয়ায় ৬ জন এবং উখিয়া শরনার্থী শিবিরে ০ জন ও টেকনাফ শরনার্থী শিবিরে ২ জন । এ পর্যন্ত জেলায় ৬ হাজার ১০৬টি র্যাপিড এন্টিজেন টেস্টে করোনা পজিটিভ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এর মধ্যে স্থানীয় ১ হাজার ৫৭৫ জন এবং রোহিঙ্গা ৭৮ জন।
২৯ জুলাই পর্যন্ত জেলায় করোনার পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৭০১ জনের।এর মধ্যে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪৫০ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৮১ জন। প্রতিষ্ঠানিক আইশোলেসনে রয়েছেন ৫১৯ জন। মৃত্যূবরণ করেছেন ২৭ রোহিঙ্গাসহ ১৮৪ জন। তার মধ্যে সদর ও পৌরসভার ৮৬ জন,উখিয়ায় ৪০ জন,টেকনাফে ১৮ জন,চকরিয়ায় ২০ জন,রামুতে ৮ জন,পেকুয়ায় ৫ জন,মহেশখালিতে ৪ জন এবং কুতুবদিয়ায় ৩ জন ।
২৪ ঘন্টায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরনার্থী শিবিরের ১৩১টি টেস্টে পজিটিভ হয়েছে ১৪ জন। শরনার্থী শিবিরে এ পর্যন্ত ৫২ হাজার ৯৫৬ রোহিঙ্গার নমুনা পরীক্ষায় করোনাক্রান্ত‘র সংখ্যা ২ হাজার ৪৮২ জন।এর মধ্যে উখিয়া শরনার্থী শিবিরে ২ হাজার ৫৪ জন এবং টেকনাফ শরনার্থী শিবিরে ৪৪৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১১৯ জন। আইসোলেশনে রয়েছেন ২৩০ জন।মৃত্যূবরণ করেছেন ২৭ জন। আক্রান্তের হার ৪.৬৪%।
এদিকে জেলা প্রশাসন কক্সবাজার শহরসহ বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশেষ তৎপরতা চলালেও সংক্রমন কমার লক্ষণ দেখা যাচ্ছে না। কোরবাণী ঈদের পর ২৪ জুলাই থেকে কঠোর লকডাউন বাস্তবায়নের পাশাপাশি করোনা রোগীরা যাতে সাধারণ মানুষের স্পর্শে আসতে না পারে ও মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। তা সত্তেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। তবে করোনার পরিস্থিতির উন্নতি ঘটাতে রোগীর সংখ্যা কমানো তথা সংক্রমণ নিয়ন্ত্রণের উপর জোর দিয়ে আরো বেশি করে গণসচেতনতা তৈরির উপর গুরুত্ব এবং লকডাউন অর্থবহ করতে জনপ্রশাসন ও পুলিশ প্রশসানকে আরো কঠোর ভূমিকা রাখার আহবান জানিয়েছে সচেতন মহল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-