ইমরান আল মাহমুদ,উখিয়া:
ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(২৯জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি ইউনিয়নের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
উপজেলার হলদিয়া পালং, জালিয়াপালং, রত্নাপালং ইউনিয়ন সহ ক্ষতিগ্রস্থ ১২০ গ্রামের অসহায় পরিবারের জন্য চাল,তেল, ডাল,চিনি ইত্যাদি বিতরণ করা হয়।
তাছাড়া বন্যার শুরু থেকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে পাহাড়ে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, উখিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ ইউনিয়নের ১২০ গ্রামের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়। শুরু থেকেই পানিবন্দি মানুষের মাঝে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। ক্ষতিগ্রস্থ সকল মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
ইউএনও আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে প্রথমদিন থেকে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। যাদের ঘরবাড়িতে পানি ঢুকেছে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়। ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম,জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উপজেলা সমন্বয়কারী আব্দুল করিম উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-