এম.এ আজিজ রাসেল •
কক্সবাজারের খুরুশকুলে নুরুল হক লালু (১৯) নামের এক কিশোরকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২টার দিকে পেঁচার ঘোনা হাম্বার গোরায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক লালু মধ্যম ডেইল পাড়ার মনিরুল হকের দ্বিতীয় পুত্র। এ ঘটনায় এক সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের নিকটাত্মীয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাহেদ খান। তিনি জানান, আমার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে নুরুল হক লালুকে পেঁচার ঘোনা হাম্বার গোরা টমটম গ্যারেজ থেকে সিএনজি নিয়ে বাড়ী যাওয়ার পথে একদল চিহ্নিত সন্ত্রাসী তাঁর মুখ বেঁধে খালি মাঠে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। হত্যাকারী এখনো চিহ্নিত হয়নি। এ ঘটনায় সদর মডেল থানার এসআই আমজাদ সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ওই সিএনজি চালক পুলিশকে জানান, ৩ জন যুবক সিএনজির গতিরোধ করে তাঁর হাত-পা ও মুখ বেঁধে রাখে। এসময় তাঁরা যাত্রী নুরুল হক লালুকে পাশের মাঠে নিয়ে গিয়ে হাত-মুখ বেঁধে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত হয়ে পালিয়ে যায়। তাঁরা চলে যাওয়ার পর কোনমতে হাত-পা ও মুখের বাধন খুলে এলাকার লোকজনকে খবর দিই। কিন্তু ততক্ষণে লালু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ বিষয়ে রাত ৩ টা ৪০ মিনিটে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে’র মুঠোফোনে কল দেওয়া হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-