গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে।
আটক দুই নারী হচ্ছে, টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরান পল্লানপাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের মেয়ে আনোয়ারা বেগম (৩৭) ও ৩নং কে-কে পাড়া এলাকার মৃত সোনা আলীর মেয়ে নুর বেগম(৩৮)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২৮ জুলাই (বুধবার) রাত ৯ টার দিকে এসআই আব্দুল বাতেন’র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল পৌরসভা শাপলা চত্বর সড়ক এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক পাচারকারীকে আটক করে। এরপর থানায় নিয়ে এসে নারী পুলিশ সদস্যরা তাদের দেহ তল্লাশী করে ৪ হাজার, ৫শত পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ২৯ জুলাই সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-