উখিয়ায় এবার মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি!

এম.এস রানা, কক্সবাজার জার্নাল •


কথায় আছে “চোর না শুনে ধর্মের কাহিনী” এ কথাটি আবার প্রমাণিত হলো উখিয়ায়। এবার শুধু টাকা নয়, কেটে নিয়ে গেছে মসজিদে লাগানো বাল্ব ও হ্যান্ডেল। ঘটনা ঘটেছে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে।

জানা যায়, গত ২৭ জুন ভারি বর্ষণের কারণে উখিয়ার কোথাও বিদ্যুৎ ছিলোনা। তাই এ সুযোগে চোরের দল রাতের কোন এক সময়ে উখিয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ২টি দান বাক্সের তালা ভেঙ্গে বিপুল পরিমাণ টাকা নিয়ে যায়। শুধু টাকা নিয়েই শেষ নয়, নিয়ে গেছে মসজিদের বারান্দায় লাগানো ২টি আইপিএস বাল্ব ও জেনারেটর চালু করার হ্যান্ডেলটিও।

মসজিদের মোয়াজ্জেম আবু তৈয়ব ও আবদুর রহমান জানান, সকালে দেখা যায় মসজিদে বারান্দায় ও সামনে বসানো ২ দান বাক্সের তালা ভাঙ্গা এবং মুসল্লীদের দানকৃত টাকা উধাও।

এদিকে, প্রতিমাসে একবার করে বাক্স ২টি খোলা হয়। এতে মুসল্লীদের দানকৃত প্রায় ২০ থেকে ২৫ হাজার প্রতি মাসে পাওয়া যায়। সে অনুযায়ী আনুমানিক ৫/৬ হাজার টাকা চোরের দল রাতের অন্ধকারে নিয়ে যায়।

মসজিদের দান বাক্সের তালা ভাঙ্গে টাকা চুরির ঘটনায় স্হানীয় মুসল্লীর মাঝে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অনেক মুসল্লী ক্ষোভের সাথে বলেন, আল্লাহর ঘর মসজিদের টাকাও এখন নিরাপদ নয়, আসলে চোর না শুনে ধর্মের কাহিনী এ কথা আবার প্রমাণিত হলো।

আরও খবর