কক্সবাজারে আজ ৩০০ জনের করোনা শনাক্ত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মঙ্গলবার ২৭ জুলাই কক্সবাজার জেলার ৪ টি প্রতিষ্ঠানে ২ ধরনের পদ্ধতিতে করোনা’র নমুনা টেস্ট করে মোট ৩০০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

তারমধ্যে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১ হাজার ২১০ জনের নমুনা টেস্ট করে ২৬৩ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৯৪৭ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

এছাড়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালে একইদিন ৮৬ জনের র‍্যাপিড এন্টিজেন টেস্ট (Rapid Antigen Test-RAT) পদ্ধতিতে নমুনা টেস্ট করে ২৮ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ শনাক্ত করা হয়। বাকী ৫৮ জনের টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের (পিসিআর) ল্যাবে শনাক্ত হওয়া ২৬৩ জন করোনা রোগীর মধ্যে ৪ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ২৫৯ জনের মধ্যে ২ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী। অবশিষ্ট ২৫৭ সকলেই কক্সবাজারের রোগী।

তারমধ্যে, ২৭ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া সদর উপজেলায় ৬৪ জন, রামু উপজেলায় ১৪ জন, উখিয়া উপজেলায় ২৭ জন, টেকনাফ উপজেলায় ৬৯ জন, চকরিয়া উপজেলায় ১৯ জন, পেকুয়া উপজেলায় ৯ জন এবং মহেশখালী উপজেলার ২৮ রোগী রয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আজ সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১২১০ জনের নমুনা টেস্ট করা হয়।

আবার কক্সবাজার জেলা সদর হাসপাতালে র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে নমুনা টেস্ট করে আজ করোনা শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার রোগী ২২ জন, মহেশখালী উপজেলার রোগী ৩ জন, টেকনাফ উপজেলার রোগী ২ জন এবং উখিয়া উপজেলার রোগী ১ জন।

এছাড়া, একইদিন র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জনের নমুনা টেস্ট করে ৬ জনের রিপোর্ট পজেটিভ শনাক্ত করা হয়। বাকি ৯ জনের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জনের নমুনা টেস্ট করে ৩ জনের রিপোর্ট পজেটিভ শনাক্ত করা হয়। বাকি ৯ জনের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। নির্ভরযোগ্য সুত্র সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছে।

এনিয়ে, ৪ টি প্রতিষ্ঠানে আজ ২৭ জুলাই পর্যন্ত শনাক্ত হওয়া রোগী সহ কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-১৭ হাজার ২২০ জন। এগুলো ছাড়া কক্সবাজারের অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমুহে র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে আজ করোনা শনাক্ত হওয়া রোগীও রয়েছে। যা প্রতিদিন জেলার করোনা শনাক্ত হওয়া রোগীর মোট সংখ্যা নিরূপণে যোগ হবে।

এদিকে, গত ২৬ জুলাই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মৃত্যুবরণ করেছে ১৭৬ জন। তারমধ্যে, ২৭ জন রোহিঙ্গা শরনার্থী। গত ২৬ জুলাই পর্যন্ত করোনা আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’৩২% ভাগ।

একইসময়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭৫ জন করোনা রোগী। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৯’৬২% ভাগ। গত ২৬ জুলাই কক্সবাজার জেলায় করোনার নমুনা টেস্টের তুলনায় পজেটিভিটির হার ছিল শতকরা ২৯’২৯ ভাগ।

আরও খবর