টেকনাফে দেয়ালচাপায় প্রাণ গেল বৃদ্ধের

টেকনাফ প্রতিনিধি •


কক্সবাজারের টেকনাফে ঘরের দেয়ালচাপায় রকিম আলী (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রকিম আলী হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মনিরঘোনা এলাকার মৃত আলী আহমদের ছেলে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টায় হোয়াইক্যংয়ের মনিরঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, দু’দিনের ভারী বৃষ্টিপাতে মনিরঘোনা এলাকায় পাহাড়ের একাংশ ধসে রকিম আলীর মাটির ঘরের দেয়ালে পড়ে। এতে দেয়ালচাপায় তিনি নিহত হন। খবর পেয়ে স্থানীয়রা মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ চৌধুরী বলেন, দেয়াল চাপা পড়ে একজন নিহত হওয়ার বিষয়টি শুনেছি। এছাড়া গত কয়েকদিন ধরে পাহাড়ের পাদদেশে বা আশপাশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

আরও খবর