রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস ও পানিতে ভেসে ৬ রোহিঙ্গার মৃত্যু

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস এবং পানিতে ভেসে মোট ৬ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

এর মধ্যে বালুখালীস্থ ক্যাম্প ১০ পাহাড় ধসে মারা গেছে ৫ জন। পালংখালীস্থ ক্যাম্প ১৮ তে পানিতে ভেসে মারা গেছে এক শিশু।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামুদ্দৌজা এর সত্যতা নিশ্চিত করলেও নিহতদের মধ্যে নারী-পুরুষ এবং শিশুর সংখ্যা নিশ্চিত করতে পারেন। এতে অনেকেই আহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, বৃষ্টির কারণে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। একই সঙ্গে বৃষ্টিতে খালে গোসল করতে নেমে পানিতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও খবর