রোহিঙ্গা শিবিরে চাউল নিয়ে আসা ট্রাকে মিললো দেড় কোটি টাকার ইয়াবা

আবদুর রাজ্জাক •


কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মোঃ শরিফুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি।

সোমবার রাতে কক্সবাজার – টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বগুড়াগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

রামু ৩০ বিজিবি এর অধিনায়ক ইব্রাহিম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বগুড়া থেকে রোহিঙ্গা ক্যাম্পে চাউল নিয়ে আসা একটি ট্রাক ফিরতি পথে বিপুল পরিমান ইয়াবা বগুড়ায় পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা প্রায়।

আটক আসামী ও ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর