রোহিঙ্গা শিবিরে এবার শিশুর গলিত দেহাবশেষ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প থেকে এবার অজ্ঞাত শিশুর গলিত দেহাবশেষ উদ্ধার করেছে ১৪ এপিবিএন।

২৫ জুলাই ক্যাম্প ৮ ডব্লিউ এর ব্লক-ই থেকে এই দেহাবশেষ উদ্ধার করা হয়।

এপিবিএন জানায়, ক্যাম্প ৮ ডব্লিউ এর ব্লক-ই তে ওয়াশ এনজিওকর্মী ক্যাম্প-৫ এর ব্লক ই এর সাব ব্লক এ/৪৯’র বাসিন্দা আয়াজ ও তার টিম রোঙ্গিাদের ব্যবহৃত টয়লেটের হাউজ পরিষ্কার করার সময় একটি মানব শিশুর গলিত দেহাবশেষ দেখতে পায়। তারা এপিবিএনকে তাৎক্ষণিক সংবাদটি জানায়।

পরে এপিবিএন ও উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাউজ হতে মানব শিশুর গলিত দেহাবশেষ উদ্ধার করে। দেহাবশেষটি সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এই ব্যাপারে উখিয়া থানার সাধারন ডায়েরী করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের পুলিশ সুপার নাঈমুল হক।

আরও খবর