ছোট ভাই লাথি মারায় প্রাণ দিলেন বড় ভাই

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের চকরিয়ায় ছোট ভাই লাথি দেওয়ায় অপমানে বড় ভাই বিষপানে আত্মহত্যা করেছেন। জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বজনরা।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার সুরাপপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুরের মগপাড়া বিল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাজ্জাদ হোসেন ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক জানান, সকালে ছোট ভাই আরাফাত জমির বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সামনে তার বড় ভাই সাজ্জাদ হোসেনকে লাথি মারেন। এ সময় তিনি অপমানবোধ করেন।

পরে দুপুরের দিকে বাড়ির লোকজনের অজান্তে ঘরের একটি কক্ষে বিষপান করে আত্মহত্যা করেন সাজ্জাদ। বিষয়টি পরিবারের লোকজন জানার পর থানা পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

ছোট ভাই লাথি দেয়ায় অপমানে বড় ভাই বিষপানে আত্মহত্যা করেছে। জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে ঘটনা ঘটেছে বলে স্বজনরা জানিয়েছেন।

আরও খবর