মহেশখালীতে কঠোর লকডাউনের ৩য় দিনে ৩৮ মামলায় ৮ হাজার ৪শ টাকা জরিমানা!

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •

কঠোর লকডাউনের ৩য় দিনে মহেশখালীতে সরকারী নির্দেশনা অমান্য করায় ৩৮ মামলায় ৮ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার(২৫ জুলাই)মহেশখালী উপজেলায় পৃথক ৩৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে মহেশখালী উপজেলা জুড়ে দিনভর চেকপোস্ট, ভ্রাম্যমাণ আদালত ও টহল পরিচালনা করা হয়। এসময় বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আরও খবর