উখিয়ায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করলো র‍্যাব

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

২৫ জুলাই (রবিবার) সাড়ে ১২টার দিকে পালংখালীর গয়ালমারা এমএসএফ হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক কারবারিরা র‍্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের কাছে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটককৃত ৩ রোহিঙ্গা হলো- শামছুল করিম (২০), পিতা- দিলদার, ব্লক- কে ৩, ক্যাম্প-১৮, বালুখালী ও মোহাম্মদ আয়াছ (২১), পিতা- মৃত মোহাম্মদ করিম, ব্লক- ডি১৪, ক্যাম্প-১১, উভয় থানা- উখিয়া এবং মোহাম্মদ ইমাহিম @ ফারুক (২৪), পিতা- নবী উল্লাহ, ব্লক- এ ১০, ক্যাম্প- ২৭, জাদিমুরা, টেকনাফ।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আরও খবর