উখিয়ায় ২৩ জন গুনল জরিমানা, ৫১ পরিবার পেলো খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় কঠোর লকডাউনের অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৩ জনকে ১৮ হাজার ৭০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

২৫ জুলাই রবিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সহ বিজিবি,পুলিশ অভিযানে অংশ নেয়।

একইদিন অভিযানে ৫১ টি টমটম ও সিএনজি জব্দ করা হয়। পরে ৫১টি গাড়িচালক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। এইদিন লকডাউন অমান্য করায় ২৩জনকে অর্থদন্ড প্রদান করা হয় এবং ৫১ টি টমটম ও সিএনজি জব্দ করা হয়েছে। জব্দকৃত টমটম ও সিএনজি চালক পরিবারের মাঝে খাদ্য সহায়তাও প্রদান করা হয়েছে।

আরও খবর