উখিয়ায় র‍্যাব দেখে পালাতে গিয়ে ২০ হাজার ইয়াবা নিয়ে ধরা পড়লো যুবক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

২৪ জুলাই (শনিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি টিম কোটবাজার উত্তর স্টেশন ডা. উত্তমের হাসপাতালের পার্শ্বে এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি সুকিমং তংচংগা(২৫) নাইক্ষংছড়ির ঘুমধুম বরইতলী এলাকার অংক্যাচিং তংচংগ্যার ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক করতে সক্ষম হয়। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

আরও খবর