নিজস্ব প্রতিবেদক •
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দেশিয় তৈরী মদ ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কোস্টগার্ড; এতে একটি অটোরিক্সা জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে পাঠানো কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকতা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লে. আব্দুর রউফ বলেন, শুক্রবার রাত ৮ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক ) কোস্টগার্ডের টেকনাফ স্টেশন সংলগ্ন চেকপোস্টের সামনে উপজেলা সদর দিক থেকে আস্ াসন্দেহজনক একটি অটোরিক্সা পৌঁছালে থামার জন্য নির্দেশ দেয়। এতে গাড়ীতে থাকা একটি ব্যক্তি সঙ্গে থাকা ছোট দুইটি বস্তা সড়কের পাশে ফেলে দৌঁড় দেয়। এসময় তাকে ধাওয়া দিলে পাহাড়ী এলাকার ভিতর পালিয়ে যায়।
তিনি বলেন, “ পরে বস্তা দুইটির ভিতরে পাওয়া ৭ টি প্লাস্টিকের বোতল ভর্তি ৩৪ লিটার দেশিয় তৈরী বাংলা মদ। ”
উদ্ধার করা মদগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
এদিকে শুক্রবার রাত ১০ টায় টেকনাফ উপজেলা সদর এলাকায় কোস্টগার্ডের একটি দল পৃথক আরেকটি অভিযান চালিয়ে সাড়ে ৮০০ ইয়াবাসহ এক অটোরিক্সা চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট এম আব্দুর রউফ।
এসময় জব্দ করা হয় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটিও।
আটক মোহাম্মদ শফিউল্লাহ (২১) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মো. আবু সৈয়দের ছেলে।
লে. আব্দুর রউফ বলেন, শুক্রবার রাতে টেকনাফ উপজেলা সদর স্টেশন এলাকা থেকে গাড়ী যোগে ইয়াবার একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে কোস্টগার্ড সদস্যরা সন্দেহজনক একটি অটোরিক্সাকে থামার জন্য নির্দেশ দেয়।
“ এসময় চালক কোস্টগার্ড সদস্যদের দেখতে পেয়ে অটোরিক্সা ফেলে পালানোর জন্য দৌঁড় দেয়। কোস্টাগার্ড সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার শরীর তল্লাশী করে পাওয়া যায় ৮৫০ টি ইয়াবা। জব্দ করা হয় অটোরিক্সাটি। ”
আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট এম আব্দুর রউফ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-