নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি •
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী কর্মকতার্ হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন বেগম সালমা ফেরদৌস।
মঙ্গলবার (২২ জুলাই) তিনি কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে নবাগত ইউএনও’র যোগদান উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা সহ ক্রেষ্ট তুলে দিয়েছেন বিভিন্ন সংগঠন।
এ সময় নবাগত ইউএনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে সকলকে এগিয়ে আসার পাশাপাশি সকলের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শফিউল্লাহ, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন, আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সফল বিদায়ী ইউএনও সাদিয়া আফরিন কচি নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীন বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার হিসেবে বদলি হন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-