অনলাইন ডেস্ক •
শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক গোলাম সরোয়ার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আমরা পৌঁছানোর আগেই এলাকাবাসী অপর একজনকে উদ্ধার করে হাসপাতালাতে পাঠিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-