সকাল না হতেই সড়কে ঝরল ৬ প্রাণ

অনলাইন ডেস্ক •

শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক গোলাম সরোয়ার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আমরা পৌঁছানোর আগেই এলাকাবাসী অপর একজনকে উদ্ধার করে হাসপাতালাতে পাঠিয়েছে।

আরও খবর