উখিয়ায় ইয়াবা পাচার করতে গিয়ে বৃদ্ধের সাথে ধরা পড়লো যুবক

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কোর্টবাজার মহাসড়ক হতে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

২০ জুলাই রাত ৯টায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- উখিয়ার জাফর পল্লান পাড়ার মোঃ কালু মিয়ার পুত্র সিরাজ (৫৫) এবং আমের জান বাপের পাড়ার বাদশা মিয়ার পুত্র মোঃ সেলিম (২১)।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি জানান, ২০ জুলাই রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উখিয়ার ২নং রত্নাপালং ইউনিয়নের কোর্টবাজার টু ভালুকিয়া রাস্তার প্রবেশের মুখে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

পরে তাদের হেফাজতে থাকা ৪ হাজার পিস ইয়াবা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর