২১ জুলাই ’২০২১ ইং অনুষ্ঠিতব্য ঈদুল আযহার ঈদ জামাত প্রস্তুতি কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদ জামাত আয়োজন এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবেহসহ বর্জ্য অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একইভাবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ১ম জামাত এবং ৮.৩০ টায় ২য় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বদর মোকাম জামে মসজিদে সকাল ৮.৩০, উত্তর টেকপাড়া বায়তুশ শরফ জামে মসজিদ ও ওয়াপদা মসজিদে ৮.১৫ টায় এবং পেশকার পাড়া মসজিদ মাঝের ঘাট মসজিদ, লালদিঘী মসজিদ ও বায়তুর রহমান মসজিদে সকাল ৮.০০টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও দক্ষিণ বাহারছড়া বায়তুস সালাত জামে মসজিদে সকাল ৮.৩০টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-