স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীর মৃত্যু, আধা ঘণ্টা পর হলেন পাশাপাশি

ডেস্ক রিপোর্ট •

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন ৭৫ বছর বয়সী আনিছা বেগম। অবশেষে রোগের কাছে হেরেই গেলেন। রোববার তিনি মারা যান। স্ত্রী মারা যাওয়ার ঠিক আধা ঘণ্টা পর মারা যান ৮০ বছর বয়সী স্বামীও। শেষমেশ দুজনই হলেন পাশাপাশি।

এদিন সন্ধ্যায় হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পশ্চিম রহিমপুর গ্রামে।

আনিছা বেগমের স্বামীর নাম ছবর আলী। তারা পশ্চিম রহিমপুর গ্রামের বাসিন্দা। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় প্রথমে আনিছা মারা যান। এর আধা ঘণ্টা পর হার্ট অ্যাটাকে তার স্বামী ছবর আলীরও মৃত্যু হয়। সোমবার সকাল ১১টার দিকে রহিমপুর পুরাতন জামে মসজিদে একসঙ্গে স্বামী-স্ত্রীর জানাজা হবে।

আরও খবর