ইমাম খাইর •
রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন প্রজাতির ৫০০০ গাছ লাগাবে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
প্রাথমিকভাবে রবিবার (১৮ জুলাই) সকালে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়।
এ সময় ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইমুল হক, তার সহধর্মিণী মিসেস রেহানা ফেরদৌসী, দুই কন্যা এবং ব্যাটালিয়ানের সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধিনায়ক মোঃ নাইমুল হক বলেন, পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য গাছ লাগানোর বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যোগান দিয়ে থাকে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে আসবাবপত্রসহ সর্বক্ষেত্রে গাছের অবদান দৃশ্যমান। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চাইলে আমাদের প্রত্যেককেই গাছ লাগানো শুরু করতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রায় ১০লক্ষ লোকের বসবাস। এখানে পরিবেশের ভারসাম্য রক্ষা করাটা কঠিন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী এবং আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক বৃক্ষ রোপন অভিযান শুরু করেছে।
ক্রমান্বয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ান ৫০০০ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-