নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের জন্য আটকে রাখা আয়েশা খাতুন (২২) নামে এক রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন-১৬)। তবে অপরহণকারীরা পালিয়ে যায়।
শনিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় চাকমারকুল ক্যাম্প-২১ থেকে তাকে উদ্ধার করা হয়।
১৬-এপিবিএন অধিনায়ক মো. তরিকুল ইসলাম জানান, টেকনাফ চাকমারকুল ক্যাম্প-২১ এর মো. জুবায়েরের স্ত্রী আয়েশা খাতুন (২২) সকাল ১০টার দিকে স্বর্ণ বন্ধক দিতে পালংখালী বাজারে গেলে সোনা মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি তাকে আটক করে। পরে অপরিচিত একটি নাম্বার থেকে তার স্বজনদের ফোন দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক চাকমারকুল এপিবিএন সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করে। এপিবিএনের তৎপরতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা ওই নারীকে রেখে পালিয়ে যায়। পরে ভিকটিমকে সুস্থভাবে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-