টেকনাফে ৫০০ টাকায় ব্রাহামা গরু!

ডেস্ক রিপোর্ট •

ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে উন্নত প্রজাতির গরু ব্রাহামা। মাংস উৎপাদনের জন্য এই গরুর ব্যাপক সুনাম রয়েছে।

বাংলাদেশে এই গরু বিক্রি হয় ১৫ থেকে ৩০ লাখ টাকায়। অথচ ১০টি ব্রাহামা গরু মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করেছে টেকনাফ স্থল বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।

এতে একটি গরুর দাম পড়েছে ৫০০ টাকা।

কোরবানি সামনে রেখে ২৬ জুন চোরাই পথে থাইল্যান্ড থেকে ১০টি ব্রাহামা গরু আমদানি করেন ঢাকার আহম্মদ শামসুদ্দিন নামের এক ব্যক্তি।

আবু সৈয়দ নামের এক গরু ব্যবসায়ীর ট্রলারে করে আসা গরুগুলো জব্দ করে টেকনাফ শাহাপরিরদ্বীপ বিজিবি।

বিজিবির শাহাপরিরদ্বীপ বিওপির প্রতিনিধি ১০টি গরু জব্দ করে টেকনাফ স্থলবন্দর কাস্টমসকে হস্তান্তর করে।

টেকনাফ কাস্টমসকে ১০টি ব্রাহামা গরু চোরাকারবারি আহম্মদ শামসুদ্দীনের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেয়।

টেকনাফ শাহাপরীরদ্বীপ গরু ব্যবসায়ীরা জানান, ২৬ জুন আবু সৈয়দের ট্রলারে করে আহম্মদ শামসুদ্দীন ১০টি ব্রাহামা গরু নিয়ে আসেন, যা আবু সৈয়দ নিজেও জানতেন না।

আবু সৈয়দ জানান, ১০টি কান লম্বা ও শিং ছাড়া ব্রাহামা গরু আমার ট্রলারে তুলে দিয়েছিল, তা আমি নিজেই জানতাম না। ট্রলার ওঠার পর গরুগুলো দেখতে পাই। ঢাকার এক ব্যক্তি মালিক দাবি করে এই ১০ গরু কাস্টমস থেকে নিয়ে গেছে।

টেকনাফের গরু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল্লাহ মনির জানান, টেকনাফের ব্যবসায়ীদের না জানিয়ে কিছু ব্যক্তি সরাসরি যোগাযোগ করে ব্রাহামা গরু আনেন। এ ঘটনায় টেকনাফের ব্যবসায়ীরা জড়িত নয়।

এই বিষয়ে জানতে ব্রাহামা গরু ১০টির নিলামদাতা টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপারেন্টেন আব্দুর নূরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।

আরও খবর