টেকনাফ থেকে উখিয়ায় ইয়াবা বিক্রির আগে দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার ৪নং রাজাপালং ইউপিস্থ ৯নং ওয়ার্ড অন্তর্গত শাহপরী হাইওয়ে থানার সামনে মহাসড়ক হতে ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

১৬ জুলাই রাত পৌনে ৯টায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো-টেকনাফের মনিরঘোনার মোঃ খলিলের পুত্র মনজুর আলম (২০) এবং আব্দুল জলিলের পুত্র আবদু রহমান(২৪)।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি জানান, ১৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজতে থাকা ২৭০০ পিস ইয়াবা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর