ঘুমানোর আগে মহানবী (সা.) যে ৫ কাজ করতে বলেছেন

নিউজ ডেস্ক: ঘুম আমাদের শরীরকে চাঙ্গা করে পরবর্তী দিনের কাজের জন্য তৈরি করে। এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। অধিকাংশ মানুষই রাতের বেলায় ঘুমান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) যখনই ঘুমাতে যান তখনই ৪টি কাজ করতেন। মূলত ঘুমানোর আগে মহানবী (সা.) যে কাজ করতেন সেই সুন্নাতগুলো মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই করা উচিত।

মহানবী (সা.) ঘুমানোর আগে এই ৪ কাজ করতেন-

১. ভালোভাবে বিছানা ঝেড়ে নিতেন। -(বুখারী: ৬৩২০)

২. ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করতেন। -(বুখারী: ৫৬২৩)

৩. শয়নের সময় দু’আ পাঠ করতেন (যেমন: ‘আল্লাহুম্মা বিসমিকা আ’মুতু ওয়া আহইয়া’)। -(বুখারী: ৬৩১৪)

৪. ডান কাৎ হয়ে শয়ন করতেন। -(বুখারীঃ ৬৩১৫)

এ ছাড়া মহানবী (সা.) ঘুমানোর আগে ৫টি কাজ করতে বলেছেন

১. সাধারণত সতর খুলা অবস্হায় না শোয়া। -(তিরমিযীঃ ২৭৬৯)

২. বিনা কারণে উপুড় হয়ে শয়ন করতে নিষেধ করেছেন। -(তিরমিযীঃ ২৭৬৮)

৩. ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা। -(তিরমিযীঃ ১৮১৩)

৪. দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া। -(মুসলিমঃ ৫৯০১)

৫. নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে অযু করে নেয়া। -(বুখারীঃ ২৮৮)।

আরও খবর