নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা ৬নং এলাকায় অভিযান চালিয়ে ২৮কেজি ৮শ গ্রাম গাঁজাসহ কলাতলী এলাকার মাদক সম্রাজ্ঞী সুফিয়াকে আটক করেছে।
সূত্র জানায়, ১৫ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মহেশখালী থেকে স্পীডবোটযোগে গাঁজা পাচারের সংবাদ পেয়ে বাহারছড়া ৬নং ঘাট এলাকায় অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কলাতলী আর্দশ গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী সুফিয়া খাতুন (২৮) কে ১টি প্লাস্টিকের বস্তাসহ গ্রেফতার করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত মহিলার ব্যাগ তল্লাশী করে ২৮কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এই ব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত গাঁজাসহ ধৃত মাদক পাচারকারীকে কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-