আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আটককৃত দুই মাদক কারবারি হলেন, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের মৃতঃ তেজেন্দ্র বড়ুয়ার ছেলে সুকুমার বড়ুয়া ও হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল এলাকার গুরা মিয়ার ছেলে শামছুল আলম।
১৪ অক্টোবর (বুধবার) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে আটক দুই মাদক কারবারিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-