টেকনাফ প্রতিনিধি •
টেকনাফ থানার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে ৪৬২ ক্যান (আন্দামান গোল্ড ও জাস্টাস) বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১৪ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে অভিযানে যায় কোস্ট গার্ড। এসময় দুই তিনজন লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড থামার জন্য সংকেত দেয়। এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঝাউবনের ভিতর পালিয়ে যায়।
পরে ঝাউবনে তল্লাশি চালিয়ে ৫টি প্লাস্টিকের বস্তায় ৪৬২ ক্যান (আন্দামান গোল্ড ও জাস্টাস) বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-