ককটেল বানানোর সময় হাতেনাতে ধরা পড়লেন দুই রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের টেকনাফে ককটেল বানানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৪ ব্লক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের নূর হোসেনের ছেলে মো. শাহীন ও নূর হোসেনের ছেলে মো. সাহেদ।

১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকু, লাল স্কচটেপ, কাঁচি, রেক্সিন ও ককটেল সাদৃশ্য ৯টি বস্তু উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর