টেকনাফে ইউপি সদস্য সহ আটক ২, ইয়াবা উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মেম্বার সহ দুই আসামি কে আটক করেছে বলে জানিয়েছেন টেকনাফ পুলিশ।

আটক বশির আহাম্মদ হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বলে জানা গেছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট মামলা থাকায় তাকে আটক করেছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানা পুলিশ।

অপর দিকে একই এলাকার মোঃ ফয়েজ উদ্দীন কে ইয়াবাসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানায়, ১১ জুলাই মধ্য হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোজার ঘোনা এলাকায় মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ ফয়েজ উদ্দীন এর বাড়িতে কিছু ইয়াবা মজুদ আছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই নুরে আলমের সঙ্গীয় ফোর্স অভিযানে যায়।

পরে মোঃ ফয়েজ উদ্দীনের বাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আলমিরার নিচ হতে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর