নিজস্ব প্রতিবেদক, উখিয়া •
কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী, ময়নারঘোনা, জামতলী, কাটালতলী, লম্বাশিয়া, মোছরা বাজার, নৌকার মাঠ, মধুরছড়া ও তাজনিমারখোলার সহ ২৬ টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা শিবিরে বসবাস করছেন প্রায় ৭ লক্ষাধিক রোহিঙ্গা।
লকডাউনে দূর থেকে গবাদি পশু সংগ্রহ করে পশুর হাটে রোহিঙ্গাদের বিক্রি করতে তৎপর হয়েছে উঠেছে একটি সিন্ডিকেট।
জানা গেছে কুতুপালং উত্তরপাড়া মসজিদের পাশে, বালুখালী পানবাজার ও থাইংখালীতে পশুর হাট বসিয়ে রোহিঙ্গাদের গরু বিক্রি করার জন্য স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট তৎপরাতা শুরু করেছে।
৭ লক্ষাধিক রোহিঙ্গাদের মাঝে বেশি ভাগ রোহিঙ্গা গরিব হলেও সচল রয়েছে অনেকে। তারা কোরবানি করতে ইতি মধ্যে প্রস্তুতি নিয়েছে। সরকারও কোরবান উপলক্ষে লকডাউন কিছুটা শিথিল করলে ঐ সিন্ডিকেটের তৎপরতা বেড়ে যায়। বিভিন্ন এনজিও সংস্থা রোহিঙ্গাদের মাঝে গবাদি পশু জবাই করে মাংস দেওয়ার প্রতা আগে থেকে রয়েছে। যেহেতু লকডাউনের মধ্যে দিয়ে কোরবানি করতে হচ্ছে সে হিসাবে এনজিওরা স্থানীয়
প্রভাবশালীদের হাতে নিয়ে গবাদি পশুর মাংস বিতরণ করতে চিন্তা ভাবনা করছে বলে একটি সূত্রে জানা গেছে।
রোহিঙ্গা ক্যাম্পে পাশে কোরবানি হাট বসলে রোহিঙ্গারা অবাধে বিচরণ করে কোরবানির পশু কিনতে পারবেন।
যার ফলে স্বাস্থ্য বিধি না মানলে করোনা ভাইরাসে আশঙ্কা রয়েছে। ইতি মধ্যে ১৯ জন রোহিঙ্গা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজারের অধিক রোহিঙ্গা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-