উখিয়ায় ইয়াবা পাচারকালে ভোররাতে দুই নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা নিয়ে নারীসহ দুই মাদক কারবারি আটক করা হয়েছে।

১১জুলাই (রবিবার) ভোররাত তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়ার উয়ালাপালং এলাকার সৈয়দ আলমের পুত্র হাবিবুর রহমান (৩৪) ও সিকদার বিল ভুঁইয়াপাড়া এলাকার ছুরত আলমের স্ত্রী জমিলা বেগম (৩৬)।

এ সংক্রান্তে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আহমেদ সনজুর মোরশেদ।

আরও খবর