নিজস্ব প্রতিবেদক •
সেবার মূল্য তালিকা না রাখার অপরাধে কক্সবাজার শহরে দুইটি কুরিয়ার সার্ভিসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।
অভিযানে শহরের গুনগাছতলা এলাকার এ. জে. আর পার্স্বেল এন্ড কুরিয়ার সার্ভিস লিঃ কে ১০ হাজার টাকা ও গাড়ির মাঠ এলাকার রেইনবো কুরিয়ার সার্ভিসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কুরিয়ার ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য তালিকা প্রদর্শন করা ও মূল্য বেশি না রাখার নির্দেশনা দেওয়া হয়।
এসময় সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল চৌকস সদস্যরা।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান মো. ইমরান হোসাইন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-