রামুর বক্করকে ধরলো র‍্যাব: ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজারের রামুতে অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব -১৫।

শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রামুর ধেচুয়াপালং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি রামু খুনিয়াপালং কালুর দোকান/বড় ডেবা এলাকার রমজান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।

কক্সবাজার র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল অভিযান মাদক বিক্রিকালে তাকে আটক করে। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শেখ সাদী আরো জানান, আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে ।

আরও খবর