কক্সবাজর শহরের ঠিকাদার হারুন আর নেই

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছরার সবুজবাগ নিবাসী, বিশিষ্ট ঠিকাদার হারুনর রশীদ (৪৮) আর নেই।

শনিবার ১০ জুলাই রাত পৌনে একটার দিকে ঢাকার শ্যামলীস্থ সেন্টার ফর কিডনি ডিজিজ এন্ড ইউরোলজিক্যাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

হারুনর রশীদ মরহুম আলহাজ্ব কলিমুল্লাহ সিকদারের জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিন মাস আগে তার সহধর্মিণী থেকে কিডনি নিয়ে হারুনর রশীদের শরীরে প্রতিস্থাপন করা হয়।

গত সপ্তাহ খানেক ধরে হারুনর রশীদের স্বাস্থ্যের আশংকাজনকভাবে অবনতি হলে তাকে সেন্টার ফর কিডনি ডিজিজ এন্ড ইউরোলজিক্যাল হসপিটালে প্রথমে ভর্তি, পরে আইসিইউতে এবং সবশেষে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে হারুনর রশীদ না ফেরার দেশে চলে যান।

আরও খবর