মেয়েকে ‘ধর্ষণ’, গণধোলাই দিয়ে বাবাকে পুলিশে দিল জনতা

বান্দরবান •


বান্দরবানের রোয়াংছড়িতে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আপুইমং মারমা (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ জুলাই) বিকালে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর গণধোলাই দিয়ে রোয়াংছড়ি থানায় সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার ওই কিশোরী গত এক সপ্তাহ আগে একটি কন্যা সন্তান প্রসব করলে ঘটনাটি জানাজানি হয়। কিশোরীর স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয়রা অভিযুক্ত তার সৎ পিতাকে আটক করে পুলিশে দেয়।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদ কবির জানান, গত এক বছর আগে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা মারা যাওয়ার পর উপজেলার ওয়াগ‍্যই পাড়ার জুমচাষী আপুইমং মারমা তার মাকে বিয়ে করেন। সৎ মেয়েকে নিয়ে ওই এলাকায় খামার বাড়িতে বসবাস করে আসছিলেন আপুই মং। খামার বাড়িতে কেউ না থাকা অবস্থায় ১৫ বছর বয়সের কিশোরীকে ধর্ষণ করেন সৎ বাবা।

গত ২ জুলাই ওই কিশোরী এক কন‍্যা সন্তান প্রসব করলে এলাকায় জানাজানি হয়। পরে স্থানীয়রা ওই মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে তার সৎ বাবা কর্তৃক ধর্ষিত হয়েছে বলে জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত আপুই মং মারমাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওই কিশোরীকে আজ বৃহস্পতিবার সকালে পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি।

আরও খবর