টেকনাফে গৃহবধুর লাশ উদ্ধার: স্বামী পলাতক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
অভিযোগ উঠেছে নিহত নারীর স্বামী ও শ্বাশুড় বাড়ির লোকজন কর্তৃক পিটিয়ে গৃহবধুকে হত্যা করেছে।

তথ্য সূত্রে জানা যায়,৭ জুলাই (বুধবার) দুপুরের দিকে
স্থানীয় জনগনের কাছ থেকে খবর পেয়ে থানায় কর্মরত এসআই রাফির নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ সদর ইউপি মহেশখালীয়া পাড়া এলাকার নুরুল হকের পুত্র নিহত নারীর স্বামী মোহাম্মদ আজিজের বসতবাড়ি থেকে নিহত গৃহবধুর লাশটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

নিহত নারী হচ্ছে, হ্নীলা ইউপি রঙ্গিখালী লামার পাড়া এলাকার মমতাজ’র মেয়ে রোকেয়া বেগম (২৫)।

পরিবারের কাছ থেকে তথ্য নিয়ে আরো জানা যায়,
দীর্ঘ ৭ বছর আগে পারিবারিক মতামতের ভিত্তিতে সামাজিক ভাবে সদর ইউপি মহেশখালীয় পাড়া এলাকার নুরুল আলমের পুত্র মো.আজিজের সাথে বিয়ে হয়েছিল। নিহত নারীর ৬ বছর বয়সী মোহাম্মদ হোসাইন নামে একটি ছেলে সন্তান রয়েছে।

এব্যাপারে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকারী এসআই রাফি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত নারী গলায় একটি আঘাতে চিহ্ন দেখা গেছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে এটি হত্যা না আত্মহত্যা ঘটনার আসল রহস্য বের হয়ে আসবে।

নিহত পরিবারের সদস্যরা সংবাদ কর্মীদের জানিয়েছেন,
তাদের মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে তার শ্বাশুর বাড়ির লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। এ বিষয় নিয়ে বেশ কয়েকবার বিচার-শালিস হয়েছিল।

তারা আরো জানায়, তাদের মেয়েকে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করে তাদের মেয়ের জামাই খুনি পালিয়ে গেছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত (ওসি) হাফেজুর রহমান বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে ঘটনার আসল রহস্য উদঘাটন হবে।

আরও খবর