ইমাম খাইর •
বুধবার (৭ জুলাই) সকাল ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত কক্সবাজার শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।
এলাকা গুলো হলো – শহরের পেশকার পাড়া, চাউলবাজার, বড় বাজার, বাজার ঘাটা, পান বাজার রোড, লাল দীঘির পাড়, বঙ্গবন্ধু সড়ক (সিনেমা রোড), এন্ডারসন রোড, কস্তুরা ঘাট, ঝাউতলা, গাড়ীর মাঠ, এয়ারপোর্ট রোড, থানা রোড, বদর মোকাম, চেয়ারম্যান পাড়া, ফিশারি ঘাট, মধ্য নুনিয়ারছড়া, উত্তর নুনিয়ারছড়া, ৬ নং ঘাটসহ তৎসংলগ্ন এলাকা, বার্মিজ মার্কেট থেকে পশ্চিমে পৌরসভা কার্যালয় পর্যন্ত (প্রধান সড়কের দক্ষিণ পার্শ্ব), বৌদ্ধ মন্দির রোড, বৈদ্যঘোনা, ঘোনার পাড়া, হাসপাতাল সড়ক, মোহাজেরপাড়া, দক্ষিণ রুমালিয়ার ছরা, পুরাতন কমার্স কলেজ রোড, টেকপাড়া পাহাড়তলী সড়ক, ইউসুলুরঘোনা, পাহাড়তলী বাজার, কচ্ছপিয়া পুকুর পাড়, এবিসি ঘোনা এলাকা, চেয়ারম্যান ঘাটা এলাকা, হালিমাপাড়া।
ঝিলংজার দক্ষিণ হাজীপাড়া, দক্ষিণ ডিককুল নাপাঞ্জা পাড়া উত্তর হাজী পাড়া, লিংক রোড,জানার ঘোনা, দক্ষিণ মুহুরী পাড়া, সাদর পাড়া বিসিক এলাকা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-