আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ার পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৭,৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
৫ জুলাই (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে পালংখালী বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক টেকনাফের বাহারছড়ার উত্তর পাড়া এলাকার হাসানের পুত্র জাহাঙ্গীর আলম (২৭)।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গােপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বাজারের ইয়াবা ক্রয় –বিক্রয়ের অবস্থানকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সাত হাজার নয়শত পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে আটক মাদক কারবারি জাহাঙ্গীরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-