জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

এম. এ আজিজ রাসেল •


কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (০৫) জুলাই বিকালে কলতলী ডলফিন মোড়, বাহারছড়া গোল চত্বর ও রুমালিয়ার ছড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস মাঠে ২০০ শতাধিক ইজিবাইক চালকদের মাঝে এই উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) মো. নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মং এনুং মারমা ও জেলা ত্রাণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল বলেন, চলমান কঠোর লকডাউনে নানান শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই এসব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, মুচি, পর্যটন কর্মীসহ কর্মহীন মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হবে। জেলার অন্যান্য উপজেলায়ও এই কার্যক্রম চলছে। এছাড়া কারও ঘরে যদি খাবার না থাকে হটলাইন ৩৩৩ নাম্বারে কল দিলে স্বেচ্ছাসেবকরা খাবার পৌঁছে দেবে।

আরও খবর