সংবাদ বিজ্ঞপ্তি •
সকালের চট্টগ্রাম এর সম্পাদক সাবিনা কাদেরের নামাজে জানাজা গতকাল রবিবার ফজর নামাজের পর চৈতন্যগল্লি কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে চৈতন্যগল্লী কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, সাবিনা কাদের গত শনিবার রাত আটটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
তিনি ব্রেন স্টোক করে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্যে ঢাকা নেওয়ার পথে রাত ৮টায় মারা যান। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি স্বামী,একপুত্র ও এককন্যা রেখে যান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-