৩-০ গোলের জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক •

ইকুইয়ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সেমিফাইনালে পৌঁছে গেলো আর্জেন্টিনা।

কোপা আমেরিকার শেষ আটে এ-গ্রুপের এক নম্বর দল আর্জেন্টিনার সাথে বি-গ্রুপের চার নম্বর দল ইকুয়েডরের খেলাটি আজ রোববার (৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হয়।

ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় ইকুয়েডরের গোলকিপার গালিন্দেজ আর্জেন্টিনার প্রথম আক্রমণ প্রতিহত করেন। ৫ মিনিটের মাথায় ইকুয়েডরের পোস্ট লক্ষ্য করে ডি পলের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৪ মিনিটের মাথায় লোগলাইন থেকে বল প্রতিহত করে ইকুয়েডরের পতন রোধ করেন রবার্ট আরবোলেডা। ১৭ মিনিটে মেসির কর্নার কিক থেকে বল ধরেন পেজেল্লা; ইকুয়েডরের পোস্ট লক্ষ্য করে শট নিলেও সেটি টার্গেটে ছিল না। ২০ মিনিটের মাথায় ইকুয়েডরের অ্যাঞ্জেলো প্রেসিয়াদো হলুদ কার্ড দেখেন।

২২ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ নষ্ট করেন মেসি। ইকুয়েডরের গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তার শট পোস্টে প্রতিহত হয়।

২৪ মিনিটের মাথায় মেনা অফসাইডের আওতায় পড়েন। ইকুয়েডরের আক্রমণ বিফলে যায়। ৩১ মিনিটের মাথায় ইকুয়েডরের ফ্র্যাঙ্কো হলুদ কার্ড দেখেন।

৪০ মিনিটের মাথায় মেসির পাস থেকে গোল করলেন ডি পল। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতে গ্রুয়েজোকে তুলে নিয়ে এসত্রাদাকে মাঠে নামায় ইকুয়েডর; পালাসিওসের বদলে মাঠে নামায় প্লাতাকে।
৫০ মিনিটে গঞ্জালেজের শট মাঠের বাইরে চলে যায় পোস্টের উপর দিয়ে। ৫৮ মিনিটের মাথায় মার্টিনেজ এসতাপিনানের শট প্রতিহত করে দেন। ৬৬ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন গঞ্জালেজ।

৭০ মিনিটের মাথায় গোলশূন্য ইকুয়েডর ফ্র্যাঙ্কোকে তুলে নিয়ে সাইসেডোকে মাঠে নামায়। এদিকে ৭১ মিনিটে এক গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা সেলসো ও পারেদেসকে তুলে নিয়ে দি’মারিয়া ও রডরিগেজকে মাঠে নামায়।

৮৪ মিনিটে মেসির পাস থেকেই বল ধরে ইকুয়েডরের জালে জড়িয়ে দেন মার্টিনেজ। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৮৯ মিনিটের মাথায় ইকুয়েডরের হিনকাপি হলুদ কার্ড দেখেন। ৮৯ মিনিটের মাথায় দি’মারিয়াকে ফাউল করার জন্য লাল কার্ড দেখেন ইকুয়েডরের হিনকাপি। সঙ্গে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল তুলে নেন মেসি।

আরও খবর