গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে এক সন্তানের জননীকে খুন করলো পাষন্ড স্বামী। ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করছে পুলিশ।
ঘটনাটি সংঘটিত হয়েছে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকায়।
নিহত নারী পশ্চিম ডেইল পাড়া এলাকার মৃত আব্দুল কাদের’র কন্যা শাহিনুর(২০)।
স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, ৩ জুলাই (শনিবার) দুপুর ২টার দিকে সদর ইউপি দক্ষিন লেংগুর বিল এলাকায় মো.উল্লাহ পুত্র নিহতের নরপিষাশ স্বামী ছৈয়দ উল্লাহ’র বসতবাড়ীতে ঘটনার সুত্রপাত সৃষ্টি হয়েছে বলে জানায় তারা।
এদিকে নিহত নারীর পরিবারের দাবী তাদের মেয়েকে নরপশু মেয়ের জামাই ছৈয়দ গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। নিহতের নারীর গলায় ফাঁস লাগানো একটি কালো চিহ্নও রয়েছে।
নিহতের নারীর ভাই ফারুক আরো জানান, বোনের শ্বশুর বাড়ির লোকজন দুপুরে দেড়টার দিকে তার মাকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়েছে গেছে। কথা বলতেছেনা এই খবরটি শুনার সাথে সাথে আমরা সবাই এসে দেখি আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন কেউ নেই, তখন আমরা দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে হাটের উপর শাহিনুরের মৃতদেহটি দেখতে পাই। এবং তার গঁলায় কালো একটি চিহ্ন দেখতে পায়।
এরপর থানা পুলিশকে খবর দিয়ে আমার বোনের মৃহদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
নিহতের ভাই আরো জানান, গত তিন বছর আগে পারিবারিক মতামতের ভিত্তিত্বে সামাজিক ভাবে দক্ষিন লেংগুর বিল এলাকার মো.উল্লাহ’র পুত্র ছৈয়দ আহমদ’ বিয়ে দেওয়া হয়েছিল। নিহত নারীর এক বছরের একটি কন্যা শিশু সন্তানও রয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান সংঘটিত ঘটনার খবরটি পাওয়ার সাথে সাথে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে
নিহত নারীর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
তিনি আরো বলেন নিহত পরিবারের অভিযোগ হাতে পেলে ঘটনাটি সঠিক তদন্ত করে ঘটনার আসল রহস্য উদঘাটন করা হবে এবং জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-